‘ইস্পাহানি মির্জাপুর চা স্মৃতিতে ভরপুর ঈদ’ – এর আজকের আয়োজনে আমাদের অতিথি, বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী, মাশা ইসলাম।
গল্প আড্ডায় মাশা শেয়ার করলেন তাঁর স্মৃতিতে ভরপুর ঈদের অনেক অজানা গল্প, আর ইস্পাহানি মির্জাপুর চা দিয়ে তৈরি করলেন রিফ্রেশিং ‘আইসড চায় লাটে’। চলুন তাহলে দেখে নিই, চা-এর সাথে আমাদের আজকের তারকার ঈদের স্মৃতিচারণ।