ইস্পাহানি মির্জাপুর চা স্মৃতিতে ভরপুর রমজান’ – এর আজকের আয়োজনে আমাদের অতিথি, জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা।
গল্প আড্ডায় কনা শেয়ার করলেন তাঁর স্মৃতিতে ভরপুর রমজানের অনেক অজানা গল্প, আর ইস্পাহানি মির্জাপুর চা দিয়ে তৈরি করলেন রিফ্রেশিং ‘স্ট্রবেরি মিল্ক টি’।চলুন তাহলে দেখে নিই, চা-এর সাথে আমাদের আজকের তারকার রমজানের স্মৃতিচারণ।